জম্মু, ২৩ আগস্ট (হি.স.): মঙ্গলবার, বুধবারের মতো বৃহস্পতিবারও অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। ২৩ আগস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত থাকবে, পুনরায় শুভারম্ভ হবে শুক্রবার। ঈদ উপলক্ষ্যে বুধবার স্থগিত রাখা হয় অমরনাথ যাত্রা, তাছাড়া, তীর্থযাত্রীদের সংখ্যা নিতান্তই কম| এই
কারণেও অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে| প্রশাসন সূত্রের খবর, গত মঙ্গলবার থেকেই অমরনাথ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে| ২৩ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে| বুধবারের মতো বৃহস্পতিবারও জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কোনও তীর্থযাত্রীকে কাশ্মীর উপত্যকার দিকে যেতে দেওয়া হয়নি| শুক্রবার থেকে পুনরায় শুরু হবে অমরনাথ যাত্রা।
প্রসঙ্গত, জুন মাসের ২৮ তারিখ থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা, ইতিমধ্যেই ৫৭ দিন অতিক্রান্ত| এযাবৎ ২.৮২ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| শ্রাবণ পূর্ণিমার পুন্যলগ্নে আগামী ২৬ আগস্ট সমাপ্ত হবে ৬০ দিন ব্যাপী বার্ষিক অমরনাথ যাত্রা|

