নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে পুনর্বহাল করা হল অরুণ জেটলিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বর্ষীয়ান রাজনীতিবিদ ও রাজ্যসভার সাংসদ অরুণ জেটলিকে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দায়িত্বভার দেন।
কিডনির সমস্যার জন্য দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অরুণ জেটলি। তাঁর কিডনি প্রতিস্থাপনও হয়। সুস্থ হয়ে এসে সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে যোগ দেন তিনি। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের ভোটগ্রহণে অংশগ্রহণও করেন তিনি। তাঁর অনুপস্থিতিতে অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্বভার এতদিন সামলাচ্ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী হিসেবে জিএসটি কাউন্সিলের দুইটি বৈঠকে উপস্থিত ছিলেন পীযূষ গোয়েল। অন্যদিকে এতদিন মন্ত্রকহীন মন্ত্রী হিসেবে ছিলেন অরুণ জেটলি।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নির্দেশে বছর ৬৫-র অরুণ জেটলির প্রত্যাবর্তন হতে চলেছে রাজধানী দিল্লির নর্থ ব্লকের অফিসে। এই নর্থ ব্লকেই রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। চলতি বছরের এপ্রিলের শুরু থেকেই মন্ত্রকে যাওয়া বন্ধ করে দেন অরুণ জেটলি। ১৪ই মে দিল্লির এইমসে তার কিডনি প্রতিস্থাপন হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে অরুণ জেটলির প্রত্যাবর্তনে খুশি হয়ে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এপ্রিলে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে অরুণ জেটলি লেখেন বাড়িতে একটি নিয়ন্ত্রিত পরিবেশে তিনি কাজ করে চলেছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন কিডনির সমস্যায় তিনি ভুগছেন।


