এশিয়ান গেমসে দেশকে ব্রোঞ্জ পদক জয় অঙ্কিতা রায়নার

জাকার্তা, ২৩ আগস্ট (হি.স.) : এশিয়াডে দেশকে ১৬তম পদক এনে দিলেন টেনিস খেলোয়াড় অঙ্কিতা রায়না। তাঁর ব্রোঞ্জ জয়ে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর। বুধবারই পদক জয় নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। মহিলাদের সিঙ্গলসে চিনা প্রতিপক্ষ সুয়াই ঝাঙের কাছে পরাজিত হওয়ায় ব্রোঞ্জ নিয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এদিকে, পুরুষদের ডাবলসে রুপোর পদক নিশ্চিত করেছেন রেহন বোপান্না ও দ্বিবিজ শরণ জুটি। বুধবার এই জুটি সেমিফাইনালে উঠেছিল। এদিন জাপানের কাইতো উয়েসুগি ও শো শিমাবুকুরো জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় টেনিস জুটি। খেলার ফল, ৪-৬, ৬-৩ ও ১০-৮। তবে ছেলেদর সিঙ্গলস থেকে ছিটকে গিয়েছেন রমানাথন রামকুমার।
মেয়েদের সিঙ্গলসে অঙ্কিতা সেমিফাইনালে উঠেছিলেন কোয়ার্টারে হংকংয়ের চঙ এয়ুদায়িস ওয়াঙকে হারিয়ে। খেলার ফল ছিল ৬-৪, ৬-১। তবে চিনা প্রতিপক্ষের কাছে ৪-৬, ৬-৭-এ হেরে যান তিনি।