একদিনের সফরে বৃহস্পতিবার গুজরাটে আসছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন পৃথক চারটি অনুষ্ঠানে

আহমেদাবাদ, ২৩ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার, ২৩ আগস্ট একদিনের সফরে গুজরাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি-র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি পৃথক চারটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। গুজরাট প্রশাসন সূত্রের খবর, সর্বপ্রথম গুজরাটের ভালসাদ টাউনের জুজবা গ্রামে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রধানমন্ত্রী আবাস প্রকল্প (গ্রামীণ)-র সুবিধাভোগীদের সমষ্টিগত ই-গ্রিহা-প্রবেশ (অনলাইন হাউস ওয়ার্মিং)-এর সাক্ষী থাকবেন। ওই একই অনুষ্ঠান থেকে, প্রধানমন্ত্রী একটি জল সরবরাহ প্রকল্পেরও সঞ্চালনা করবেন।

ভালসাদে অনুষ্ঠান শেষে, সৌরাষ্ট্রের জুনাগড় শহরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে গুজরাট মেডিক্যাল এন্ড এডুকেশন রিসার্চ সোসাইটি-র নবনির্মিত হাসপাতাল এবং দু’টি ফিশারিজ কলেজ সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও জুনাগড়ের কাছে পুলিশ ট্রেনিং কলেজ গ্রাউন্ডে পাবলিক মিটিংয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সবশেষে গুজরাট ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটি-র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিল্লি ফেরার প্রাক্কালে সোমনাথ মন্দির ট্রাস্টের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।