আলাস্কা, ২৩ আগস্ট (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার আলাস্কা| ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯.০৫ মিনিট নাগাদ (আলাস্কার সময় অনুযায়ী বুধবার রাত) জোরালো ভূকম্পন অনুভূত হয় আলাস্কার অ্যানড্রিয়ানফ দ্বীপ এবং অ্যালুশিয়ান দ্বীপে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
আলাস্কার ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে ৬.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আলাস্কার অ্যানড্রিয়ানফ দ্বীপ এবং অ্যালুশিয়ান দ্বীপে| ভূকম্পন অনুভূত হয় আদাক থেকে ৭০ মাইল (১১৫ কিলোমিটার) দূরে| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের ৭ মাইল (১১ কিলোমিটার) গভীরে| ৬.৩ তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর নেই|


