এএফসি কাপে ঘরের মাঠে হার বেঙ্গালুরু এফসি-র

বেঙ্গালুরু, ২৩ আগস্ট (হি.স.) : ঘরের মাঠে এএফসি কাপ ইন্টার জোন সেমিফাইনাল প্লে-অফের প্রথম লেগে আলতিন আসিরের কাছে পরাজিত হল বেঙ্গালুরু এফসি৷ শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথমার্ধেই দু’গোলে পিছিয়ে পড়া বিএফসি দ্বিতীয়ার্ধে মরিয়া প্রয়াস চালালেও শেষমেষ ২-৩ গোলে হারের মুখ দেখতে হল তাদের৷
তুর্কমেনিস্তানের দলটির হয়ে জোড়া গোল করেন ওয়াহিত ওরাজসাহেদোও৷ অপর গোলটি করেন আলতিমিরাত আনাদুর্দিয়েও৷ বেঙ্গালুরুর হয়ে ব্যবধান কমান রাহুল ভেকে ও এরিক পার্তালু৷ ম্যাচের ১১ মিনিটে আলতিনের হয়ে প্রথম গোল করেন ওরাজসাহেদোও৷ ২৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে দ্বিগুন করেন আলতিমিরাত৷ ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তুর্কমেনিস্তানের দলটি৷
দ্বিতীয়ার্ধেই শুরুতেই তৃতীবার বেঙ্গালুরুর জালে বল জড়ায় আলতিন আসির৷ ৪৬ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ওয়াহিত৷
ম্যাচের প্রথমার্ধেই তিনবার গোল করার সহজ সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু৷ তবে একবারও বল সঠিক লক্ষ্যে রাখতে পারেনি বিএফসি ফুটবলাররা৷ ৪০ মিনিটে নিশু কুমারের শট লক্ষ্যভ্রষ্ট হয়৷ ৪১ ও ৪২ মিনিটে যথাক্রমে মিকু ও সুনীল ছেত্রী গোলের সুযোগ হাতছাড়া করেন৷ তিন মিনিটের এই ঝটিতি আক্রমণ থেকে বিএফসি গোল তুলে নিতে পারলে ম্যাচের ছবি বদলে যেতে পারত৷
ম্যাচের ৬৩ মিনিটে ভেকের গোলে ব্যবধান কমিয়ে ১-৩ করে বেঙ্গালুরু৷ ৮৮ মিনিটে পার্তালু গোল করে ম্যাচের স্কোরলাইন ২-৩ করেন৷ বাকি সময়ে কোনও দু’দলই গোল করতে ব্যর্থ হয়৷ ফলে ম্যাচের স্কোরলাইনে নতুন করে বদল হয়নি৷ আলতিনের ঘরের মাঠে সুনীলরা ফিরতি ম্যাচে আরও একটা সুযোগ পাবেন বটে, তবে তিনটি অ্যাওয়ে গোল করা আলতিন নিঃসন্দেহে সুবিধাজনক জায়গায় থাকবে৷