শিমলা, ২৩ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশের কুল্লু জেলায় পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি প্রাইভেট গাড়ি| বৃহস্পতিবারের ভয়ঙ্কর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের| হিমাচল প্রদেশের কুল্লু জেলার রোহতাঙ পাসের কাছে রানিনাল্লাহ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে| মৃতদের মধ্যে তিনটি শিশু, পাঁচজন মহিলা এবং তিনজন পুরুষ রয়েছেন|
কুল্লু-র পুলিশ সুপার (এসপি) শালিনী অগ্নিহোত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার কুল্লু জেলার রোহতাঙ পাসের কাছে রানিনাল্লাহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যায় একটি প্রাইভেট গাড়ি| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনটি শিশু, পাঁচজন মহিলা এবং তিনজন পুরুষের| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা খতিয়ে দেখা হচ্ছে|


