প্রধানমন্ত্রী মোদী ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন ঃ বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১৯ আগষ্ট৷৷ প্রধানমন্ত্রী মোদী ভারতের ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন৷ রবিবার আগরতলায় একটি অনুষ্ঠানে এইভাবেই প্রধানমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ তাঁর কথায়, স্বাধীনতার মূল লক্ষ্য কি ছিল তা এখন ভাবার সময় এসেছে৷ কারণ, দেশে স্বাধীনতা বিকৃতি করার চেষ্টা চলছে৷

এদিন দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে মানিক সরকার প্রত্যেককে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দিয়েছেন৷ তাঁর কথায়, ছেলেমেয়েরা সভ্যতার একমাত্র সম্বল৷ তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে৷ প্রত্যেক ছেলেমেয়ের কাছে প্রথম শিক্ষক হচ্ছেন মা৷ মা-বাবা দুজনকেই ছেলেমেয়েদের ভবিষ্যত গড়তে সাহায্য করতে হবে৷ কারণ, শিশু মন হচ্ছে মোমের মত, যেমন খুশি গড়ে তোলা খুবই সহজ৷

বিরোধীদলনেতা এদিন পরামর্শ দিয়ে বলেন, আত্মকেন্দ্রীক হলে চলবে না৷ সমবয়সীদের সাথে সবসময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে৷

এরপরই তিনি দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেন৷ তাঁর বক্তব্য, স্বাধীনতার মূল লক্ষ্য কি ছিল তা এখন ভাবার সময় এসেছে৷ কারণ, স্বাধীনতা বিকৃত করার চেষ্টা শুরু হয়েছে৷ এপ্রসঙ্গে বিরোধী দলনেতা সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন৷ তাঁর কটাক্ষ, এখন রামায়ণ-মহাভারত নিয়ে ভীষণ চর্চা হচ্ছে৷ অথচ ইতিহাসে রামায়ণ-মহাভারতের কোন উল্লেখ নেই৷ তিনি সুর চড়িয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদী ইতিহাস বিকৃতি করার চেষ্টা করছে৷ সচেতনভাবে নেওয়া এই প্রচেষ্টা কোনমতেই সফল হতে দেওয়া উচিৎ নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *