BRAKING NEWS

ঝাড়খণ্ডে বজ্রাঘাতে প্রাণহানি, দম্পতি সহ মৃত ৩

খুন্তি (ঝাড়খণ্ড), ১৭ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের খুন্তি জেলায় বজ্রাঘাতে মৃত্যু হল দম্পতি সহ তিনজনের| বাজ পড়ে আহত হয়েছেন আরও একজন মহিলা| বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খুন্তি জেলার তিরিলপিড়ি গ্রামে| মৃতদের নাম হল, সুনীল ভেঙ্গরা (৩০), তাঁর স্ত্রী সুষমা ভেঙ্গরা (২৮) এবং পৌলিনা ভেঙ্গরা (২৫)| খুন্তির সাব-ডিভিশনাল অফিসার প্রণব কুমার পল জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে তিরিলপিড়ি গ্রামে জমিতে কাজ করছিলেন সুনীল ভেঙ্গরা, তাঁর স্ত্রী এবং আরও দু’জন| হঠাত্ই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়|
ঝড়-বৃষ্টির মধ্যেই বজ্রাঘাতে গুরুতর আহত হন সুনীল ও তাঁর স্ত্রী সহ চারজন| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় সুনীল ও তাঁর স্ত্রীর| গুরুতর আহত অবস্থায় পৌলিনা সহ দু’জনকে রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ স্থানান্তরিত করা হয়| চিকিত্সা চলাকালীন শুক্রবার মৃত্যু হয়েছে পৌলিনার| খুন্তির সাব-ডিভিশনাল অফিসার প্রণব কুমার পল আরও জানিয়েছেন, মৃতদের পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *