
বন্যার ফলে শুক্রবারও কোচি বিমাবন্দরের রানওয়ে জলের তলায়। প্রশাসন সূত্রের খবর, শনিবার পর্যন্ত বন্ধ থাকছে কোচি বিমানবন্দর| কোচি বিমাবন্দরের রানওয়ে পুরোপুরি জলের তলায়| তাই ওঠানামা করতে পারছে না কোনও বিমান| বেশ কিছু বিমানকে কোঝিকোড় ও তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করানো হচ্ছে| সূত্রের খবর, কেরলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।