স্বাধীনতা দিবসে নাশকতা ঠেকাতে মানকাচরে ব্যাপক তৎপর পুলিশ প্রশাসন

মানকাচর (অসম), ১৩ আগস্ট (হি.স.) : দুদিন পর দেশের ৭২তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাশকতা ঠেকাতে ব্যাপক তৎপর হয়ে উঠেছে ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা দক্ষিণ শালমারা-মানকাচর জেলা পুলিশ প্রশাসন। জেলার সর্বত্র শুরু হয়েছে জোরদার তল্লাশি অভিযান।

গোটা জেলায়, বিশেষ করে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নাকাবন্দি গড়ে তুলেছে সিআরপিএফ, বিএসএফ এবং পুলিশ প্রশাসন। নিরাপত্তা বাহিনী দিবারাত্র টহল দিচ্ছে। ওই সব সড়কে যাতায়াতকারী সব যানবাহন তন্নতন্ন করে পরীক্ষা করছেন জওয়ানরা।

দক্ষিণ শালমারা-মানকাচর জেলা ঘেঁষে অবস্থান বাংলাদেশ এবং মেঘালয়। তাই প্রতিবেশী দেশ এবং রাজ্য থেকে যাতে কোনও দুষ্কৃতী মানকাচর এলাকায় ঢুকতে না পারে সেজন্যই সতর্কতা অলম্বন করেছে জেলা পুলিশ প্রশাসন। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, জেলার স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর, বিশেষ করে সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।

এদিকে বহু যনবাহনের চালক ও যাত্রীরা অবশ্য কড়া নিরাপত্তা ব্যবস্থায় অখুশি নন। তাঁদের অনেকে বলেছেন, তালাশির গ্যাঁড়াকলে খানিকটা অসুবিধার সৃষ্টি হলেও নিরাপত্তার জন্য কঠোরতা অবলম্বনে তাঁরা মোটেই অখুশি নন। স্বাধনীতা দিবসকে কেন্দ্র করে জেলায় যাতে কোনও অপ্ৰীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তা সাধারণ মানুষ চান বলে দাবি করেছেন তাঁরা।