কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবী ও লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ
চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রীর বার্তা, লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোকাহত| সোমনাথবাবু ৮৯ বছর বয়সে কলকাতায় প্রয়াত হন।
১৯৭১ থেকে ২০০৯ এর মধ্যে তিনি ১০ বার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে তাঁকে ‘আউটস্ট্যাডিং পার্লামেন্টারিয়ান অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পাশাপাশি, তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লোকসভার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রয়াণ রাজনৈতিক জগতে এক অপূরণীয় ক্ষতি এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি তাঁর আত্মীয় পরিজনসহ তাঁর অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
প্রসঙ্গত, চিকিত্সকরা যথাসাধ্য চেষ্টা করেও বাঁচাতে পারলেন না লোকসভার প্রাক্তন স্পিকার, বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়কে| সোমবার সকাল সওয়া আটটা নাগাদ মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে চিরনিদ্রায় শায়িত হলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| একইসঙ্গে অবসান হল প্রাক্তন স্পিকারের বর্ণময় জীবনের কাহিনী| দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| গত জুন মাস থেকেই তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হতে থাকে| গত ২৫ জুন স্ট্রোক নিয়ে ভর্তি হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কেব বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি| কখনও ফুসফুস, কখনও আবার হৃদয়ন্ত্রের সমস্যা দেখা দিয়েছিল| গত বৃহস্পতিবার থেকে তিনি মিন্টো পার্ক লাগোয়া ওই বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিত্সাধীন ছিলেন| রবিবার সকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়| এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে| এরপর সোমবার সকাল সওয়া আটটা নাগাদ জীবনাবসান হয় তাঁর| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর|
