ডিজিটাল নর্থ-ইস্ট-২০২০ ভিশন ডকুমেন্ট -এর কিছু উল্লেখযোগ্য দিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট ৷৷ আজ ১১ আগস্ট গুয়াহাটিতে উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর উপস্থিতিতে

শনিবার গুয়াহাটিতে উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর উপস্থিতিতে ডিজিটাল নর্থইস্ট -২০২০ ভিসন ডকুমেন্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি, আইন সচিব বিভাগীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ ছবি-পিআইবি৷

ডিজিটাল নর্থইস্ট -২০২০ ভিসন ডকুমেন্ট প্রকাশ করলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি, আইন সচিব বিভাগীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ এই ভিশন ডকুমেন্ট সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে বিভিন্ন উদ্যোগে গতি আনতে ও উত্তর পূর্বাঞ্চলকে ডিজিটালে রূপান্তরে ক্ষেত্রে একটি দিকনির্দেশক হিসাবে কাজ করবে৷
ভিশন ডকুমেন্ট ডিজিটাল নর্থ ইস্ট-২০২০ এর লক্ষ্য হলো বিচ্ছিন্ন হয়ে থাকা সমস্ত ডিজিটাল প্রচেষ্টাকে পূনগঠন, পুনর্মূল্যায়ন ও দ্রুত কার্যকর ব্যবস্থাকে সামঞ্জস্যকরণের ভিত্তিতে সমম্বিত করে তোলা, যার মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামকে আরো জোরদার করে তোলা সম্ভব হবে৷ ডিজিটাল নর্থ ইস্ট এর এই ভিসন ডকুমেন্ট সুনির্দিষ্টভাবে প্রত্যেকটি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে একটা ভিত্তি হবে এবং উত্তর পূর্বাঞ্চলের সাধারণ মানুষের জীবনে রূপান্তর ও ক্ষমতায়নের জন্য রূপরেখা প্রনয়ণ করবে৷ এটা মনে করা হচ্ছে যে, ভারতকে ট্রিলিয়ন ডলারের ডিজিটাল সম্ভাবনাময় রাষ্ট্রহিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ডিজিটাল নর্থ ইস্ট উত্তর পূর্বের গুরুত্বপূর্ণ অংশদীর হয়ে উঠতে সক্ষম হবে৷
ভারতের ডিজিটাল রূপান্তর হলো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধীনস্থ একটি উন্নয়ন যা সহজমূল্যের, ব্যাপক ও ক্ষমতাশালী৷ দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রের ডিজিটাইজেশনের রূপান্তরে যাত্রায়, দেশের উত্তর পূর্ব অঞ্চলের (এনইআর) ভূমিকা গুরুত্বপূর্ণ৷ প্রতিটি রাজ্যের বৈশিষ্ট নির্ণিত হয় তার নিজস্ব জঠিল সমস্যা নিরসনে মনোযোগ আকর্ষণের মাধ্যমে৷ এরই প্রেক্ষাপটে সমস্যা সমাধানের জন্য লক্ষ্য তুলে ধরতে ভারত সরকার চালু করছে ডিজিটাল নর্থ ইস্ট -২০২০, যা গত ৩০ জুলাই ২০১৭ ইং গুয়াহাটিতে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় বৈদ্যুতিক, তথ্য ও প্রযুক্তি এবং আইন ও বিচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷
ডিজিটাল নর্থ ইস্ট-২০২০ তৈরির লক্ষ্য ও দিকনির্দেশিকা তৈরী করতে ভারত সরকারের বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের (এমইআইটিওয়াই) অধীনে সেপ্ঢেম্বর ২০১৭তে একটি কমিটি গঠন করা হয়েছিল৷ এই কমিটি কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন দপ্তর, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সরকার, মন্ত্রকের অধীনস্থ সাথে যুক্ত রয়েছেন৷
এই ভিশন ডকুমেন্ট-এ গুরুত্ব দেওয়া হয়েছে-কিভাবে উত্তর পূর্বের মানুষের জীবনযাত্রা পরিবর্তন ডিজিটাল টেকনোলজিকে বেশি লাভদায়ক করে তোলা যায়, জীবনযাত্রার সহজ উপায় এবং স্থায়ী ও সংহত উন্নয়ন নিশ্চিত হয়, যাতে উত্তর-পূর্ব বারতের প্রত্যেক নাগরিকের কাছে ডিজিটালাইজেশনের সুবিধা নিয়ে যাওয়া সম্ভব হয়৷
ডিজিটাল নর্থ ইস্ট-২০২০ এর রোডম্যাপ কার্যকর করা হবে ভারত সরকারের বাজেট বরাদ্ধ থেকে৷ এর সঙ্গে যুক্ত থাকবে বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, তার যোগাযোগ মন্ত্রক ও ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিওন৷
ডিজিটাল ইন্ডিয়ার সফলতা নির্ভর করে ডিজিটাল নর্থ ইস্ট এর সাফল্যের উপর৷ ঠিক হয়েছে, ডিজিটাল নর্থ ইস্ট -২০২০ কার্যকর করবে ভারত সরকার ও উত্তর পূর্বের সরকারসমূহ৷ আর এই প্রয়াসে সমন্বয়ের দায়িত্বে থাকবে বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, যাতে করে এই প্রক্রিয়ার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের মানুষকে ডিজিটাল ও ক্ষমতায়নে সংযুক্ত করা যায়৷
ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অংশ হিসাবে সমস্ত নাগরিকদের ডিজিটাল পরিকাঠামোর সুযোগ দিতে, ডিজিটাল পরিষেবা ও ডিজিটাল সংযুক্তিকরণে উত্তর পূর্ব সহ সারা দেশে বেশ কিছু সুনির্দিষ্ট উদ্যোগ নেয়া হয়েছে৷ এরমধ্যে উত্তরপূর্বে রয়েছে ইন্টার এলিয়া, স্টেট পোর্টাল, স্টেট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (এসডব্লিউএএন), কমন সার্ভিস সেন্টার, ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক (এনকেএন), এবং ই- ডিস্ট্রিক্ট৷ বেশ কিছু মেঘ সংক্রান্ত এপ্লিকেশন, ই-কোর্ট, ই-বাহুন, ই-সারথী, ই-হসপিটাল, টেলি হেলথ, টেলি এডুকেশন এবং এসএমএস ভিত্তিক কৃষি পরিষেবা ইত্যাদিও কার্যকর রয়েছে৷
মিশনের উদ্দেশ্য- অপটিক্যাল ফাইবার ও বিকল্প প্রযুক্তির মাধ্যমে সমস্ত গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় সংস্থাগুলিকে উচ্চ গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার সাথে যুক্ত করা৷ উত্তর পূর্বের এই সমস্ত গ্রামকে মোবাইল সংযোগে যুক্ত করা যেখানে এখনো মোবাইল পরিষেবা নেই৷ উত্তর পূর্বের জন্য গুয়াহাটিতে বিপর্যয় মোকাবিলা কেন্দ্র সমেত একটি ডিজাস্টার হাব গড়ে তোলা৷