নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট৷৷ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপি ও আইপিএফটির প্রার্থী নিয়ে যে জল্পনা চলছিল তা পরিস্কার হয়ে গিয়েছে৷ লোকসভার দুটি আসনেই বিজেপি প্রার্থী দিবে একক ভাবে৷ আইপিএফটি প্রার্থী দেবে না৷ শুক্রবার অসমের অর্থমন্ত্রী তথা নেডার আহ্বায়ক ডঃ হিমন্তবিশ্ব শর্মা আইপিএফটির সভাপতি এন সি দেববর্মার সাথে বৈঠক করেছেন৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির তরফে রাজ্য নেতা রাজীব ভট্টাচার্য৷ অন্যদিকে আইপিএফটির তরফে এন সি দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷ বৈঠকে দুই দলের মধ্যে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে আইপিএফটি কোন প্রার্থী দেবে না৷ বিজেপিই প্রার্থী দেবে৷ তবে এক্ষেত্রে একপ্রকার অঘোষিত শর্ত হিসেবে আইপিএফটি রেখেছে যে এডিসির নির্বাচনে আইপিএফটি প্রার্থী বাছাই সহ যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ এক্ষেত্রে বিজেপির তরফে তেমন কোন দাবী আপত্তি থাকবে না৷
প্রসঙ্গত, অগামী ১৮-১৯ আগষ্ট নয়াদিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক৷ ঐ বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা
2018-08-11