মুম্বই, ১১ আগস্ট (হি.স.): আইআইটি বোম্বের ৫৬তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্ভাবনী শক্তির উপর বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব সম্প্রদায়ের প্রতি আমার আর্জি ভারতে থেকে মানবিকতার জন্য আপনার উদ্ভাবন করুন। ভারতকে স্টার্ট আপের ‘ইউনিকর্ন’ হিসেবে দেখছে গোটা বিশ্ব। এই বিপ্লবের প্রতিভার সর্ববৃহদ উৎসহ হচ্ছে দেশের আইআইটিগুলি বলে এদিন জানান প্রধানমন্ত্রী।
শনিবার সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন, কৃষিতে উৎপাদন বৃদ্ধি, জল সংরক্ষণ, অপুষ্টি দূরীকরণ, পরিচ্ছন্ন শক্তি থেকে বর্জ্য সমস্যার সমাধানের জন্য আমি যুব সম্প্রদায়ের প্রতি আর্জি জানাচ্ছি যে আপনার ভারতে থেকে মানবিকতার জন্য আপনার উদ্ভাবন করুন। একবিংশ শতাব্দী বহুচর্চিত কথা হচ্ছে উদ্ভাবন করুন। যে সমাজ উদ্ভাবনের উপর জোর দেয় না তারা থমকে যায়। স্টার্ট আপের হাবে পরিণত হয়েছে ভারত। কিন্তু তা সম্ভব করাটা শুধুমাত্র সরকারের একার পক্ষে সম্ভব নয়। তরুণ প্রজন্ম যারা এখানে রয়েছে তাদের সহায়তা আরও বেশি করে দরকার। সেরা ভাবনাগুলি সরকারি আমলাদের মাথা থেকে আসে না। । উদ্ভাবনীর প্রতি ব্যাকুলতা থেকেই তা প্রকাশ পাচ্ছে। উদ্ভাবন এবং বিনিয়োগের ক্ষেত্রে আকর্ষণীয় কেন্দ্র হিসেবে ভারতকে আমাদের গড়ে তুলতে হবে। উদ্ভাবন এবং বিনিয়োগের মেলবন্ধনের মাধ্যমে উন্নত ভারতের ভিত্তি গড়ে তোলা হবে। এর ফলে দীর্ঘস্থায়ী উন্নয়ন সম্ভব হবে, পাশাপাশি বৃদ্ধি পাবে প্রযুক্তিভিত্তিক উন্নয়ন। আপনাদের মধ্যে যে আত্মবিশ্বাস আমি দেখতে পাচ্ছি তার থেকে প্রমাণিত আমরা সঠিক পথেই এগোচ্ছি। আইয়াইটি বোম্বেকে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে। একটার পর একটা ইট বসিয়ে ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রটিকে আইআইটির সিংহভাগ পড়ুয়ারাই গড়ে তুলেছে।
এদিনের সমাবর্তন অনুষ্ঠানে সাম্মানিক ডক্টর অফ সায়েন্স সম্মানে ভূষিত করা হয় রোমেশ টি ওয়াদভিকে। আমেরিকার ক্যালিফর্নিয়া সিমফনি টেকনোলজি গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও তিন মেধাবি ছাত্রকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ৪৩ জন পড়ুয়া প্রধানমন্ত্রীড় হাত থেকে রূপোর পদক পান। পরে ডিপার্মেন্ট অফ এনার্জি সায়েন্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ারিং এবং সেন্টার ফর ইনভারমেন্ট সায়েন্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ারিংয়ের নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি রাও, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর, আইআইটি-বোম্বে বোর্ড অফ গভর্নর চেয়ারম্যান দিলীপ সাংভি, আইআইটি-বোম্বে ডিরেক্টর প্রফেসর দেবাং খাখর।