মুম্বইয়ে ভারত পেট্রোলিয়ামের শোধনাগারে আগুন, আহত অন্তত ৪৫ জন

মুম্বই, ৮ আগস্ট (হি.স.): ভয়াবহ আগুন-আতঙ্ক মুম্বইয়ের চেম্বুরে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-আরএমপি প্ল্যান্টে| বুধবার বিকেল তিনটে নাগাদ আচমকাই জোরালো শব্দশোনা যায় চেম্বুর এলাকার মেহুল রোডে অবস্থিত ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-আরএমপি প্ল্যান্টে| বিস্ফোরণের পরই ভয়াবহ রূপ নিয়ে  ছড়িয়ে পড়ে  আগুনের লেলিহানশিখা| আগুন নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ন’টি ইঞ্জিন এবং দু’টি জাম্বো ট্যাঙ্কার| শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডে ঘটনায় আহত হয়েছেনঅন্ততপক্ষে ৪৫ জন| তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে|

দমকল সূত্রের খবর, বিকেল তখন তিনটে হবে, আচমকাই জোরালো শব্দ শোনা যায় চেম্বুরের মেহুল রোডে অবস্থিত ভারত পেট্রোলিয়ামের শোধনাগারে| বিস্ফোরণের পরই আগুন ধরে যায়, আগুননেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ন’টি ইঞ্জিন| ঘন্টাখানেকের চেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| কি কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে|

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আহতদের প্রত্যেককে চেম্বুরের ইনলেক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক তাকে আইসিইউওয়ার্ডে পাঠানো হয়েছে।