বারামুল্লায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত চার জঙ্গি, গুরুতর জখম এক প্যারা-কম্যান্ডো

শ্রীনগর, ৮ আগস্ট (হি.স.): সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে পুনরায় উত্তপ্ত হল কাশ্মীর উপত্যকা| বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার রফিয়াবাদ এলাকায় সেনাবাহিনী ওজঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হয়েছেন একজন প্যারা কম্যান্ডো| পাশাপাশি সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে চার জঙ্গি। সেনাবাহিনীর ঊর্ধ্বতনএক কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার রফিয়াবাদা এলাকায় ‘বিজয় টপ’ ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি| গোয়েন্দা সূত্রে পাওয়াখবরের ভিত্তিতে বুধবার ভোরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৩২ রাষ্ট্রীয় রাইফেলস এবং ৯ প্যারা কম্যান্ডোর যৌথ বাহিনী|

তল্লাশি অভিযান চলাকালীন মুহুর্মূহ গুলি ছুটে আসছিল জঙ্গলের ভিতর থেকে| তত্পরতার সঙ্গে যোগ্য জবাব ফিরিয়ে দেয় যৌথবাহিনীও| সেনবাহিনীর ঊর্ধ্বতন ওই কর্তা আরও জানিয়েছেন, জঙ্গিহামলায় গুলিবিদ্ধ হয়েছেন একজন প্যারা-কম্যান্ডোর|  শেষ পাওয়া  খবর অনুযায়ী, সেনাবাহিনী গুলিতে নিহত হয়েছেন চারজন জঙ্গি।

অন্যদিকে অবন্তীপুরে তল্লাশি অভিযান চালানোর সময় এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। ধৃত জঙ্গির নাম  আব্দুল  মাজিদ শাহ।  বারামুলার পাট্টান এলাকার বাসিন্দা। ধৃত সন্ত্রাসবাদীকাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি  বাজেয়াপ্ত  করেছে  নিরাপত্তা বাহিনী। যে গাড়িতে করে ওই সন্ত্রাসবাদী পালাচ্ছিল সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।