সর্বশিক্ষার শিক্ষকদের শিক্ষামন্ত্রী জানালেন প্রশিক্ষিত হলেই নিয়মিতকরণ সম্ভব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ প্রশিক্ষিত হলেই নিয়মিতকরণ সম্ভব৷ সর্বশিক্ষার শিক্ষকদের সাফ জানিয়ে দিলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, প্রশিক্ষণহীন শিক্ষকদের চাকুরীতে নিয়মিত করা সম্ভব নয়৷ কারণ, এক্ষেত্রে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অনুমতি মিলবে না৷

এদিন সর্বশিক্ষার শিক্ষকদের এসোসিয়েশনের অনশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের দাবি, রাজ্য সরকার সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মতিকরণে আন্তরিক৷ কিন্তু, প্রশিক্ষণহীন কোন শিক্ষককেই চাকুরীতে নিয়মিত করা সম্ভব নয়৷ তাঁর কথায়, রাজ্যে সর্বশিক্ষার অন্তর্গত অস্নাতক ২৭১৬ জন এবং স্নাতক ২৭৬২ শিক্ষক রয়েছেন৷ তাঁদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা হল ২২০০ জন৷ ফলে, বাকিদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে৷

শিক্ষামন্ত্রীর বক্তব্য, সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা প্রশিক্ষিত হলে তবেই তাঁদের চাকুরীতে নিয়মিত করা সম্ভব হবে৷ কারণ, তখন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে সর্বশিক্ষায় নিযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের নিয়মিতকরণের জন্য প্রস্তাব পাঠানো যাবে৷ কেন্দ্রের অনুমতি মিললেই তাঁদের নিয়মিত করা হবে৷

শিক্ষামন্ত্রী এদিন সর্বশিক্ষার শিক্ষকদের আশ্বস্ত করেন, কেন্দ্র অর্থ বরাদ্দ না করলেও দুশ্চিন্তার প্রয়োজন নেই৷ কারণ, রাজ্য সরকার বাজেটে সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ রেখেছে৷ কেন্দ্র অর্থ বরাদ্দ না করলে তাঁদের বেতন রাজ্য সরকার বহন করবে৷ সাথে তিনি যোগ করেন, এখনো কেন্দ্রের বরাদ্দ অর্থের সাথে রাজ্য আরো ৪৮ কোটি ৬ লক্ষ টাকা অতিরিক্ত বহন করছে৷ কারণ, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সমগ্র শিক্ষার অন্তর্গত প্রাথমিকের শিক্ষকদের জন্য ১৫০০০ টাকা এবং উচ্চ প্রাথমিকের শিক্ষকদের জন্য ২০০০০ টাকা বরাদ্দ করেছে৷ ফলে, রাজ্য সরকারকে ওই অতিরিক্ত অর্থ বহন করতে হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *