প্রকৃত ভারতীয়দের দেশের বাইরে পাঠানো উচিত নয়, অসম এনআরসি ইস্যুতে বার্তা গুলাম নবি আজাদের

নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): অসমের জাতীয় নাগরিক পঞ্জিকরণ (এনআরসি)-এর খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর চরম উত্কণ্ঠায় রয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ| ৪০ লক্ষ মানুষের ভবিষ্যত্ নিয়ে এখন প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে| এনআরসি অসম ইস্যুতে মঙ্গলবার উত্তাল হল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা| এনআরসি অসম ইস্যুতে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদ বলেছেন, ‘প্রকৃত ভারতীয়দের দেশের বাইরে পাঠানো উচিত নয়| এনআরসি নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং ভোট ব্যাঙ্ক হিসেবে কখনই ব্যবহার করা উচিত নয়| এটি একটি মানবাধিকার ইস্যু, নাকি হিন্দু-মুসলিম ইস্যু|’

এনআরসি অসম ইস্যুতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত অসম সরকারকে নিশানা করেছেন বহুজন সমাজ পার্টি (বসপা)-র সুপ্রিমো মায়াবতী| এনআরসি অসম ইস্যুতে মায়াবতী বলেছেন, ‘অসমে দীর্ঘদিন ধরে বসবাস করা সত্ত্বেও, যদি কেউ নিজের নাগরিকত্বের প্রমাণ না দিতে পারেন, তার মানে এই নয় যে তাঁদের দেশ থেকে বের করে দেওয়া হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *