কলকাতা ও নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): সোমবার, ৩০ জুলাই দিল্লি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি যাওয়ার পর, পরবর্তী দু’দিন মঙ্গল ও বুধবার দিল্লিতে ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। মঙ্গলবার ও বুধবার জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় তিনি ব্যস্ত থাকবেন বলেই মনে করা হচ্ছে। শুরুতেই তাঁর দু’জায়গায় ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু, মুখ্যমন্ত্রীর স্মারক বক্তৃতা অনুষ্ঠান বাতিল করেছে দিল্লির অভিজাত সেন্ট স্টিফেন কলেজে। যদিও কলেজের অনুষ্ঠান বাতিল হলেও মুখ্যমন্ত্রীর দিল্লি সফরসূচি বাতিল হচ্ছে না। মঙ্গলবার খ্রিস্টান সম্প্রদায়ের একটি সম্মেলনে যোগ দেবেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করার রাজনৈতিক কৌশল নিয়ে চর্চাই হবে মুখ্যমন্ত্রীর সফরের মূল লক্ষ্য। তৃণমূল সূত্রের খবর, এ বার দিল্লি সফরে মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য হবে, আঞ্চলিক দলগুলির মধ্যে বোঝাপড়া গড়ে তোলার চেষ্টা। আঞ্চলিক দলগুলিকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গড়ে লোকসভা ভোটে মোদীকে ক্ষমতাচ্যুত করাই মূল উদ্দেশ্য মমতার।