নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): দিল্লি সফর গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সঙ্গে মঙ্গলবার বিকেলে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুইজনের মধ্যে একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় নাগরিকপঞ্জি বিলের (এনআরসি) সংশোধন বা নতুন বিল আনার প্রস্তাবের দাবি জানিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ওনাকে(স্বরাষ্ট্রমন্ত্রী) জাতীয় নাগরিকপঞ্জি বিল সংশোধন করতে বলেছি বা নতুন বিল পেশ করতে বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করে বলেছেন তারা(সরকার) জনগণকে ব্যতিব্যস্ত করবে না। বাংলায় জাতীয় নাগরিকপঞ্জি বাস্তবায়িত নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে তা নিয়েও আলোচনা হয়েছে। আমি তাকে(স্বরাষ্ট্রমন্ত্রী) জানিয়েছি এরকম কোনও ঘটনা ঘটলে গৃহযুদ্ধ বেঁধে যাবে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, আমি তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) জানিয়েছি, জাতীয় নাগরিকপঞ্জির খসড়া অসম অ্যাকডের ধারা অনুযায়ী হয়েছে। এই প্রক্রিয়ায় কাউকে উত্যক্ত করা হয়নি। প্রক্রিয়াটির প্রতিটি ভাগে পর্যাপ্ত সুবিধা সবাইকে দেওয়া হয়েছে।