নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.) : যাঁদের নাম জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-তে অন্তর্ভুক্ত হয়নি তাঁদের শংকিত না হতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অভয় দিয়ে তিনি বলেছেন, যে সব নাগরিকের নাম এনআরসির খসড়া তালিকায় আসেনি তাঁরা প্রয়োজনীয় নথিপত্র-সহ সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রী ফের বলেছেন, নাম নথিভুক্ত হয়নি এমন কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। যে তালিকা প্রকাশ হয়েছে তা চূড়ান্ত নয়, খসড়া। অতএব এঁদের এখনই অবৈধ নাগরিক বলা যায় না।
সোমবারই প্রকাশিত খসড়া তালিকায় ৪০ লক্ষ বাসিন্দার নাম না থাকার বিষয়টি নিয়ে সংসদের উভয়কক্ষে হইচই জুড়ে দেন বিরোধী সাংসদরা । বিষয়টি নিয়ে রাজ্যসভায় তুমুল হইচই করেন তৃণমূল সাংসদরা । যার জেরে পরপর দু’বার অধিবেশন মুলতুবি হয়ে যায় । এদিন বিষয়টি নিয়ে উত্তাল হয় লোকসভাও | এদিন লোকসভাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই । যাঁদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হয়নি তাঁদের অভয় দিয়ে তিনি বলেছেন, যে সব নাগরিকের নাম এনআরসির খসড়া তালিকায় আসেনি তাঁরা প্রয়োজনীয় নথিপত্র-সহ সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রী ফের বলেছেন, নাম নথিভুক্ত হয়নি এমন কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। যে তালিকা প্রকাশ হয়েছে তা চূড়ান্ত নয়, খসড়া। অতএব এঁদের এখনই অবৈধ নাগরিক বলা যায় না।
তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের সরাসরি পর্যবেক্ষণে এনআরসি-র দলিল অত্যন্ত নিরপেক্ষ এবং স্বচ্ছতার সঙ্গে তৈরি করা হয়েছে। রাজ্যের জনসাধারণের প্রতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
প্রসঙ্গত, অসমের ২ কোটি ৮৯ লক্ষ ৮৩ হাজার ৬৭৭ নাগরিককে বৈধ বলে লিপিবদ্ধ করা হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-তে। আজ ৩০ জুলাই সকাল দশটায় প্রকাশিত হয়েছে বহু প্রতীক্ষিত জাতীয় নাগরিকপঞ্জি নবায়িত পূর্ণাঙ্গ খসড়া। খসড়ায় ২ কোটি ৮৯ লক্ষ ৮৩ হাজার ৬৭৭ নাগরিককে বৈধ হওয়ার বিপরীতে ৪০ লক্ষ ৭ হাজার ৭০৮ জনের নাম অন্তর্ভুক্ত হয়নি। এনআরসি-র জন্য আবেদন করেছিলেন ৩ কোটি ২৯ লক্ষ ৯১ হাজার ৩৮৫ জন। আরজিআই এস শৈলেশ এবং প্রতীক হাজেলা গুয়াহাটির এনআরসি সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেছেন এনআরসি-র নবায়িত খসড়া।