নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ থাকলেও, ধীরে ধীরে কমবে বর্ষণ। ভারী নয় এবার মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পরিমান বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে, আগামী ২৪ ঘন্টা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে অব্যাহত থাকবে হালকা থেকে মাঝারি বর্ষণ। গত কয়েক দিনের মতো আগামী ২৪ ঘন্টাও বৃষ্টিতে ভিজবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। তিলোত্তমায় আবার থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টা।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। গত কয়েক দিনের বর্ষণের জেরে কিছুটা হলেও রাজ্যে বৃষ্টির ঘাটতি মিটেছে, মুখে হাসি ফুটেছে কৃষকদের।