মুম্বই, ২৮ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলার বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। পাশাপাশি এমন দুর্ঘটনা যাতে আগামীদিনে না ঘটে তার উপর নজর রাখবে প্রশাসন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবীশ।
মহারাষ্ট্রের রায়গড় জেলায় পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় পড়ুয়াবোঝাই একটি প্রাইভেট বাস| ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয় পড়ুয়া সহ অন্ততপক্ষে ৩৩ জনের| এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| শনিবার সকাল ন’টার কিছু পরে দুর্ঘটনাটি ঘটে রায়গড় জেলার মহাবালেশ্বর রিজিওনে, পোলাদপুরের সন্নিকটে আম্বেনালি ঘাট এলাকায়| এই দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। নিহতদের পরিবারবর্গকে চার লাখ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি আহতদের যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। এই দুর্ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, আক্রন্তরা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মী। তারা পিকনিকে যাচ্ছিল। তখনই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিবারবর্গকে আমরা সাহায্য করব। পাশাপাশি আগামীদিনে এরকম ঘটনা যাতে না ঘটে তার উপর নজর রাখবো। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলীয় কর্মীদের আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, রত্নগিরির দাপোলির ডা: বালাসাহেব সাওয়ান্ত কোঙ্কন কৃষি বিদ্যাপীঠ (বিএসকেকেভি)-এর ছাত্র ও শিক্ষকদের নিয়ে যাচ্ছিল একটি লাক্সারি বাস| রায়গড় জেলার মহাবালেশ্বর রিজিওনে, পোলাদপুরের সন্নিকটে আম্বেনালি ঘাট এলাকায় পার্বত্য পথ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় লাক্সারি বাসটি| ৪০ আসন বিশিষ্ট ‘অভিশপ্ত’ ওই বাসটিতে চালক ও খালাসি সহ অন্ততপক্ষে ৪০ জন ছিলেন বলে জানা গিয়েছে| তাঁদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে, এছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন| মৃতদের মধ্যে রয়েছেন ডা: বালাসাহেব সাওয়ান্ত কোঙ্কন কৃষি বিদ্যাপীঠ (বিএসকেকেভি)-এর সুপারিনটেনডেন্ট প্রকাশ সাওয়ান্ত-দেশাইও| খাদ থেকে এখনও পর্যন্ত ১৫টি দেহ উদ্ধার হয়েছে| যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ|
ভয়াবহ বাস দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘মহারাষ্ট্রের রায়গড়ে বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ব্যথিত| মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা|’ শোকজ্ঞাপন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশও|