BRAKING NEWS

দেশজুড়ে কয়েক কোটি টাকার সাইবার ক্রাইম, ‘সেল’-এর কর্তা ধৃত

কলকাতা, ২৮ জুলাই (হি. স.): কেন্দ্রীয় নবরত্ন সংস্থা ‘সেল’-এর কর্তার ভুয়া পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগে শনিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন সিআইডি গোয়েন্দারা| তাঁর বিরুদ্ধে পুডুচেরিতে জালিয়াতি করে ৫৮ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে| তবে, দেশজুড়ে কয়েক কোটি টাকার সাইবার ক্রাইমের সঙ্গে তাঁর সম্পর্ক আছে কি না, গোয়েন্দারা সেটাও খতিয়ে দেখছেন|

সূত্রের খবর, এ দিন ই এম বাইপাসের পাশে একটি নামী হোটেলের সামনে গোয়েন্দারা ওই ব্যক্তিকে ধরে| তাঁর নাম শ্যাম মৈত্র, বাড়ি দুর্গাপুরে| অভিযোগ, নিজেকে স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেডের (সেল) এজিএম-এর পরিচয় দিয়ে পুডুচেরির একটি কাগজে তিনি বিজ্ঞাপন দেন| এটি মেল আইডি ও মোবাইল নম্বরের উল্লেখ করেন তাতে| বেশ কিছু লোকের কাছ থেকে তিনি অবৈধভাবে টাকা নেন| গত ২৭ জুন এ ব্যাপারে ডায়েরি হয়| তদন্তে দেখা যায়, ওই ব্যক্তি এ রাজ্যের বাসিন্দা| এর পর পুডুচেরির পুলিশ এ রাজ্যের সিআইডি কর্তৃপক্ষকে বিষয়টি জানান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *