নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৭ জুলাই৷৷ বাংলাদেশে নেশা সামগ্রী পাচারকালে র্যাবের সাথে গুলি বিনিময়ে নিহত হয়েছে বক্সনগরের এক যুবকের৷ ঐ
যুবকের নাম সেলিম মিয়া৷ সে নেশা সামগ্রী পাচারকারী বলে পরিচিত৷ তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় মামলা রয়েছে৷ বৃহস্পতিবার বাংলাদেশের ভেতরে পাচারকালে র্যাবের সাথে গুলি বিনিময়ে তার মৃত্যু হয়েছে৷ তার সাথে আরও দুজন বাংলাদেশী যুবকও নিহত হয়েছে৷
জানা গিয়েছে, ভোরে খুলনা রেলওয়ে ক্যান্টিন এলাকায় র্যাবের সাথে নেশা কারবারীদের গুলি বিনিময় হয়৷ র্যাবের সাত নম্বর ব্যাটেলিযানের কাছে গোপন সূত্রে খবর ছিল ঢাকা থেকে একটি প্রাইভেট কারে করে মাদক পাচারকারীরা চট্টগ্রামে যাচ্ছে৷ সেই সংবাদের ভিত্তিতে র্যাব সড়ক পথে তল্লাসী অভিযান চালায়৷ খোলনা রেলওয়ে ক্যান্টিন এলাকায় ঐ প্রাইভেট কারটিকে দাঁড় করানোর জন্য র্যাবের জওয়ানরা সিগন্যাল দেয়৷ তারপর সাথে সাথেই প্রাইভেট কার থেকে গুলি ছুঁড়তে থাকে পাচারকারীরা৷ র্যাবও পাল্টা গুলি চালায়৷ উভয় পক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময় হয়৷ তাতে তিনজন প্রাইভেট কারে থাকা তিন যুবক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে৷ র্যাবের জওয়ানরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে যায়৷ সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা জানান তিন যুবকেরই মৃত্যু হয়েছে রাস্তায়৷ এদিকে ঘটনাস্থল থেকে ১২০ কেজি গাঁজা, দুটি আগ্ণেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে তাজা কার্তুজ উদ্ধার করা হয়৷ র্যাবের আধিকারীক মিমতানুর রহমান জানিয়েছে, নিহতদের মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশে৷ তারা হল জাকির হোসেন এবং ডালিম শেখ৷ অপরজনের নাম সেলিম মিয়া৷ তার বাড়ি ভারতের ত্রিপুরার বক্সনগরে৷ সেলিমের কাছ থেকে পাসপোর্ট ও ভিসা বাজেয়াপ্ত করা হয়েছে৷ র্যাবের তরফ থেকে বিষয়টি বিজিবিকে বলা হয়েছে বিএসএফের মাধ্যমে নিহত সেলিম মিয়ার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য৷
2018-07-28

