নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ৷৷ গত ২২ জুলাই রাশিয়ার মস্কো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আয়োজিত আলোহা মেন্টাল এরিথম্যাটিক ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় রাজ্যের সন্তান অনুরাগ দাসবর্মণ গ্র্যান্ড চ্যাম্পিয়ানশীপের শিরোপা অর্জন করেছে৷ সে মাত্র পাঁচ মিনিটে ৭০ টি অঙ্ক করে এই শিরোপা অর্জন করে৷ এছাড়া এই প্রতিযোগিতায় অর্নিশা দেব চ্যাম্পিয়ান, সৌম্যরাজ দেব প্রথম রাউন্ড আপ, দ্বীজা দাস চ্যাম্পিয়ান, প্রাঞ্জল মীনা প্রথম রাউন্ড আপ এবং ঋত্বিক মীনা তৃতীয় রাউন্ড আপের শিরোপা অর্জন করেছে৷
উল্লেখ্য, এবারের এই প্রতিযোগিতায় ১৯টি দেশ থেকে প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশ নেয়৷ এরমধ্যে রয়েছে ভারত, রাশিয়া, বাংলাদেশ, ঘানা, পর্তুগাল, গ্রীস, ফ্রান্স প্রভৃতি৷ ভারত থেকে মোট ১৯ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশ নেয় ও বিজয়ী হয়৷
আজ দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গ্র্যান্ড চ্যাম্পিয়ান অনুরাগ দাসবর্মণকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন৷ সম্বর্ধনা জ্ঞাপনের পর শিক্ষামন্ত্রী বলেন, আলোহা একটি বিশ্বব্যাপী সংগঠন৷ এই সংগঠন থেকে রাজ্যের যে ৬ জন ছাত্রছাত্রী বিজয়ী হয়েছে তার রাজ্যের মান সম্মান রক্ষা করেছে৷ আলোহা যেভাবে মেধা খুঁজে বের করে এনেছে এজন্য তিনি সংস্থাকে ধন্যবাদ জানান৷
তিনি বলেন, আমাদের রাজ্যে এমন বহু প্রতিভা রয়েছে তাদেরকেও খুঁজে বের করে আনতে হবে৷ শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে কথা বলে এই ৬ জন বিজয়ীকে কিভাবে পুরসৃকত করা যায় তা ভেবে দেখা হবে৷ শিক্ষামন্ত্রী এই সাফল্যের জন্য যেসকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সাধুবাদ জানান৷ সম্বর্ধনা অনুষ্ঠানে গ্র্যান্ড চ্যাম্পিয়ান অনুরাগ দাসবর্মণ এই প্রতিযোগিতায় তার অভিজ্ঞতার কথা বর্ণনা করে৷ উল্লেখ্য, অনুরাগ দাসবর্মণ আমবাসাস্থিত সেন্ট আর্নন্ড হায়ার সেকেন্ডারী সুকলের চতুর্থ শ্রেণীর ছাত্র৷ অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী, যুগ্ম অধিকর্তা যোগমায়া চাকমা ছাড়াও অনুরাগ দাসবর্মণের পিতা বলরাম দাসবর্মণ, মাতা স্বপ্ণা দাসসহ সেন্ট আর্নল্ড সুকলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন৷
2018-07-27