এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সংশয়, অাপত্তি বিসিসিআইয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত দিনে হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। আইসিসির প্রকাশিত ক্রীড়াসূচি নিয়ে আপত্তি জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। অাগামী ১৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলার পরদিনই পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ অযৌক্তিক বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। তাঁরা ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তানের দু’দিন বিশ্রাম পাওয়ার কথা উল্লেখ করে ক্রীড়াসূচি বদল করার দাবি জানিয়েছেন। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘নির্বোধের মত ক্রীড়াসূচি তৈরি করা হয়েছে। দেখে মনে হচ্ছে একেবারেই বুদ্ধি প্রয়োগ করা হয়নি। এটা কী করে মেনে নেওয়া যায় যে ভারত আজ একটা ম্যাচ খেলবে এবং আগামীকালই পাকিস্তানের মুখোমুখি হবে। এই ক্রীড়াসূচি বদলাতে হবে। আয়োজকদের কাছে এই ম্যাচটি অর্থ রোজগারের মাধ্যম হতে পারে। কিন্তু ক্রীড়াসূচিতে সামঞ্জস্য রাখতে হবে।’ এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দিন দ্বিতীয় ম্যাচে যোগ্যতা অর্জন করা দলের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। সেখানে ভারতীয় দলকে পরপর দু’দিন খেলতে হবে।
বিসিসিআইয়ের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও এশিয়া কাপের ক্রীড়াসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি আবার একধাপ এগিয়ে বিসিসিআইকে এই প্রতিযোগিতা বয়কট করারও পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *