মেঘালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসমের পাঁচ শ্ৰমিকের মর্মান্তিক মৃত্যু, সংকটজনক পাঁচ

হাটশিঙিমারি (অসম), ২৬ জুলাই (হি.স.) : পড়শি রাজ্য মেঘালয়ের উত্তর গারোপাহাড়ে রাস্তার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একজন ছাড়া অন্য সকলের বাড়ি নিম্ন অসমের বঙাইগাঁও জেলার মেরারচর গ্রামে বলে জানা গেছে।

ঘটনা বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ ঘটেছে বলে বিলম্বে প্রাপ্ত খবরে প্রকাশ। জানা গেছে, এদিন মেঘালয়ের উত্তর গারোপাহাড় জেলার মেন্দিপথার থানা এলাকার মানিকগঞ্জ সংলগ্ন ছোটমিয়াঁপাড়ায় সড়ক তৈরির কাজ করছিলেন প্রায় ১৮ জন শ্রমিক। সিমেন্টের মিক্সিং মেশিনে কাজ করছিলেন এগারোজন। সে সময় উপর থেকে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে পড়ে মেশিনের উপর। এতে বিদ্যুতের সরাসরি সংস্পর্শে এসে পাঁচ জনের ঘটনাস্থলেই মৃত্যুর পাশাপাশি আরও পাঁচজন আহত হয়েছেন।

আহতদের সঙ্গে-সঙ্গে নিকটবর্তী গোয়ালপাড়া (অসম) জেলা অসামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন। তাঁদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানান ডাক্তাররা। নিহত অসমের শ্ৰমিকরা যথাক্রমে বঙাইগাঁও জেলার জয়নাল উদ্দিন (৩৫), চান মিয়াঁ (৩৬), আশরফ আলি (৩৫), সানোয়ার রহমান (২৭)। অন্যজন মেঘালয়ের উত্তর গারোপাহাড় জেলার মেন্দিপথার থানার ছোটমিয়াঁপাড়া গ্রামের দীপেন রাভা (৩৩) বলে পরিচয় পাওয়া গেছে। গুরতর পাঁচ আহতরা বীরেন আলি (৩০), সায়েদ আলি (২৫), ওমর আলি (৪০),কোয়েদ আলি (৩০) এবং আবিবিল আহমেদ (১৯)।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে মেঘালয়ের মেন্দিপথার থানার পুলিশ গিয়ে পরিস্থিতির খোঁজ নিয়ে ছুটে আসে গোয়ালপাড়া সিভিল হাসপাতালে। এখান থেকে নিহত পাঁচ শ্রমিকের মৃতদেহ সমঝে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।