মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচলপ্রদেশের কাংড়া জেলা, সতর্ক প্রশাসন

শিমলা, ২৫ জুলাই (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচলপ্রদেশের কাংড়া জেলা। বুধবার সন্ধ্যা ৬টা ৫২মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে কাংড়া জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ২.৯।

এই ভূমিকম্পের এপিসেন্টার ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের এই কম্পনের জেরে সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়। বহু মানুষ ভয় পেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। জেলা প্রশাসনকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। জেলার একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কোনও বাড়িও ভেঙে পড়েনি। তবু এই বিষয়ে সতর্ক প্রশাসন। প্রসঙ্গত পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে ধসও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *