মারাঠা সংরক্ষণ আন্দোলনে উত্তাল মহারাষ্ট্র গণহারে গাড়ি ভাঙচুর ও আগুন, স্তব্ধ রেল

মুম্বাই, ২৫ জুলাই, (হিস)৷৷ সরকারী চাকরি এবং শিক্ষায় আসন সংরক্ষণের দাবিতে উত্তাল হয়ে উঠল মারাঠা সংরক্ষণ আন্দোলন, সংরক্ষণের দাবিতে বুধবার দ্বিতীয় দিনে পড়ল মারাঠা ক্রান্তি মোর্চার আন্দোলন৷ প্রথম দিন বাসে ভাঙচুর চালিয়েছিলেন সংরক্ষণপন্থীরা, পরিস্থিতি একই অবস্থায় রয়েছে বুধবারও৷ মুম্বাইয়ের শহরতলি থাণে-র ওয়াগলে এস্টেট এলাকায় থাণে মিউনিসিপ্যাল ট্রান্সপোর্ট (টিএমটি) বাসে ভাঙচুর চালান সংরক্ষণপন্থীরা৷ এছাড়াও নবি মুম্বাইয়ের ঘানসেলি এলাকায় বহম্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই এন্ড ট্রান্সপোর্ট (বিইএসটি) বাসে পাথর ছুঁড়ে মারেন সংরক্ষণপন্থীরা৷ এখানেই শেষ নয়, থাণেতে আটকে দেওয়া হয় লোকাল ট্রোন৷ এর ফলে সমস্যায় পড়েন রেল যাত্রীরা৷ হিংসারক জেরে ঔরাঙ্গাবাদ এলাকায় আপাতত বন্ধ ইন্টারনেট পরিষেবা৷ বিক্ষোভের সূত্রপাত মাহারাষ্ট্র সরকারের একটি সাম্প্রতিক ঘোষণার পর৷ সেই ঘোষণায় জানানো হয়েছিল, প্রায় ৭২,০০০ সরকারি পদেগ লোক নিয়োগ করবে প্রশাসন৷ তাতেই উত্তেজিত হয়ে পড়ে জনতা৷ সংরক্ষণপন্থীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত মারাঠাদের জন্য আসন সংরক্ষণের বিষয়ে কোন ফয়সালা বন্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই নিয়োগ বন্ধ রাখুক সরকার৷ পরিস্থিতি জটিল হয়ে পড়ে সোমবার সন্ধ্যের পর৷ ঔরাঙ্গাবাকে কাকাসাহেব শিন্দে নামে বছর ২৭ এর এক যুবক বিক্ষোভের জেরে গোদাবরী নদীতে ঝাঁপ দেন৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাঁচানো যায়নি৷ আন্দোলনকারীদের এ জন্য এক পুলিশ অফিসারকে দায়ী করেন৷ মঙ্গলবার বনধ ডাকা হয়৷ উত্তলা পরিস্থিতি অব্যাহত বুধবারও৷ এদিন থাণে-র ওয়াগলে এস্টেট এলাকায় থাণে মিউনিসিপ্যাল ট্রান্সপোর্ট (টিএমটি) বাসে ভাঙচুর চালান সংরক্ষণকারীরা৷ এছাড়াও নবি মুম্বাইয়ের ঘানসেলী এলাকায় বৃহম্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই এণ্ড ট্রান্সপোর্ট (বিইএসটি) বাসে পাথর ছুঁড়ে মারেন সংরক্ষণকারীরা৷ মারাঠা আন্দোলন সংরক্ষণ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পাটি অফ ইন্ডিয়ার-র নেতা রামদাস অঠওয়ালে বলেছেন, মারাঠা সংরক্ষণের দাবি আমি সমর্থন করি৷ আন্দোলনকারীদের প্রতি আমার অনুরোধ শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন৷ এ বিষয়ে আমাদের আইন তৈরি করতে হবে৷
অন্যদিকে বহু উত্তেজনার পর এদিন দুপুর আড়াইটা নাগাদ বনধ প্রত্যাহার করা হয়৷ মারাঠা সংরক্ষণের দাবিতে মহারাষ্ট্র বনধের দ্বিতীয় দিন বন্ধ প্রত্যাহার হল৷ এদিন সকালে মারাঠা ক্রান্তি মোর্চার তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে বনধ করা হচ্ছেষ কোনও রাস্তা অবরোধ করা হচ্ছে না৷ সরকার বা পুলিশের কাজে যেন কোনভাবে বাধা সৃষ্টি না হয়, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে সমর্থকদের৷ তবে, ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার কথা বলা হয়েছে৷ মারাঠা ক্রান্তি মোর্চাই মূলত রাজ্যজুড়ে এই বনধের ডাক দিয়েছিল তাদের সমর্থন করে আরও কয়েকটি মারাঠা সংগঠন৷ এদিন সকাল থেকে বনধের সমর্থনে মুম্বাই, থানেও নবি মুম্বাইয়ে রাস্তায় নামে সমর্থকরা৷ বনধের জেরে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ে থানের বিভিন্ন জায়গায়৷ থানের গোখেল রোডে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল দোকানপাট৷ ওয়াগল এলাকায় ভাঙচুর করা হয়েছিল থানে মিউনিসিপ্যাল ট্রান্সপোর্টের বাস৷ মুম্বাইয়ে বিজেপি দপ্তরের বাইরে মোতায়ন করা হয়েছিল পুলিশ৷ থানের মাজিওয়াড়া সেতুর উপর টায়ার জ্বালানো হয়৷ বনধ সমর্থকরা থানেতে লোকাল ট্রেন অবরোধও করে৷ লাতুর জেলার উদগিরি উল্টে দেওয়া হয় সব্জি বোঝাই ট্রলি৷? এরপর জোর করে দোকান বনধ করতে গেলে বনধ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে জনতার৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়৷ বান্দ্রায় ধরা পড়ে উলটো ছবি৷ হাতজোর করে ব্যবসায়ীদের দোকান বন্ধ করার অনুরোধ জানান মারাঠর ক্রান্তি মোর্চার সমর্থকরা৷ এই প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নিবেশ বলেন, মারাঠি সম্প্রদায়ের এই বিক্ষোভকে প্রশাসন গুরুত্ব সহকারে নিয়েছে এবং একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ বিক্ষোভকারীদের সঙ্গে প্রশাসন বৈঠকে বসতে রাজি৷ প্রশাসন মারাঠি সম্প্রদায়ের জন্য চাকরি ক্ষেত্রে সংরক্ষণ রেখেছিল৷ কিন্তু তার উপর নিষেধাজ্ঞা জারি করে বোম্বে হাইকোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *