ইসলামাবাদ, ২৬ জুলাই (হি.স.): একে অন্যকে দায়ী করা বন্ধ করে আলোচনার টেবিলে বসা উচিত ভারত ও পাকিস্তানের। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন তেহরিক-ই-ইনসাফের নেতা তথা পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান।
এদিন তিনি বলেন কাশ্মীরে কিছু ঘটলে ভারতীয়রা পাকিস্তানকে দায়ী করে অন্যদিকে বালুচিস্তানে কোনও ঘটনা ঘটলে তার জন্য ভারতকে দায়ী করা হয়। আমি মনে করে একে অন্যকে দায়ী করার ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে। এতে দুই দেশ একই জায়গায় থেকে গিয়েছে। দুই দেশকে আলোচনার টেবিলে বসা উচিত। দুই দেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান আরও বেশি করে বৃদ্ধি করা উচিত। ভারতীয় মিডিয়ার প্রতি নিজের উষ্মা প্রকাশ করে ইমরান খান বলেন, ভারতীয় মিডিয়া আমাকে ভিলেন বানিয়ে ছেড়েছে। আমি সেই পাকিস্তানি যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। আমরা যদি দারিদ্র মুক্ত উপমহাদেশ গড়ে তুলতে চাই তা হলে আমাদের মধ্যে সুসম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক হওয়া দরকার। ভারত যদি সম্পর্ক গড়ে তোলার জন্য এক কদম বাড়ায়। তবে আমরা দুই কদম বাড়াব। কাশ্মীর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ধরেই কাশ্মীর ভুগছে। এই সমস্যার সমাধানের জন্য আলোচনার টেবিলে বসা উচিত। ভারত যদি চায় তবে এই সমস্যার সমাধানের আলোচনার মাধ্যমে হতে পারে। এতে উপমহাদেশেরও মঙ্গল হবে।
সাংবাদিক সম্মেলনে চিন, ইরান, আমেরিকা, আফগানিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক তিনি রাখতে চান সেই বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন ইমরান খান। আমেরিকার সঙ্গে পাকিস্তানের যে দূরত্ব তৈরি হয়েছে তা কমাতে তৎপর তিনি। সে দেশের দারিদ্র দূরীকরণের জন্য চিন যে মডেল তা স্পষ্ট করে দেন তিনি।
2018-07-26