নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.) : নেপাল থেকে পাচার হওয়া ১৬ জন যুবতীকে উদ্ধার করল দিল্লি কমিশন ফর উইমেন বা
ডিসিডব্লুইউ৷ দক্ষিণ পশ্চিম দিল্লির মুনিরকা থেকে তাদের উদ্ধার করা হয়৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাচার হওয়া এই ১৬ জন মেয়েকে নেপাল থেকে পাচার করে দিল্লিতে নিয়ে অাসা হয়৷ মুনিরকার একটা অ্যাপার্টমেন্টে এদের রাখা হয়েছিল৷ এই তথ্য জানান ডিসিডব্লুইউ-এর প্রধান স্বাতী মালিওয়াল৷ তিনি বলেন, বুধবার ভোরে এদের কুয়েত বা ইরানে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল ওই পাচার চক্রের৷
এই পাচার সংক্রান্ত তথ্যের সূত্র দেয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা৷ সেই সূত্র ধরেই পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় ডিসিডব্লুইউ৷ ইরান ও কুয়েতে চাকরি দেওয়ার নাম করে এই সব মেয়েদের পাচার করার ছক কষেছিল চক্রটি৷ সেই পরিকল্পনা বানচাল করে দেয় ডিসিডব্লুইউ৷
তবে প্রাথমিক অনুমান, এই ১৬ জন ছাড়াও, আরও ৭-৮ জন যুবতী এই দলে ছিল, যাদের পাচার করে দেওয়া হয়েছে বলে মনে করছে ডিসিডব্লুইউ৷ এই দুই দেশেই তাদের পাচার করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের৷
স্বাতী মালিওয়াল জানান, দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে তার টিম ঘটনাস্থলে পৌঁছন৷ প্রত্যেকটি মেয়েকে উদ্ধার করা হয় নিরাপদে৷ ওই যুবতীরাই জানায়, ইরান ও কুয়েতে তাদের চাকরি দেওয়ার কথা বলেছিল একটি সংস্থার এজেন্ট৷ সেই লোভেই তারা বাড়ির বাইরে পা রাখে৷ তারপর তাদের দিল্লি নিয়ে এসে একটি ছোট ঘরে আটকে রাখা হয়৷ উদ্ধার হওয়া যুবতীদের একটি হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও স্বাতী মালিওয়াল জানান৷
