নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ আসন্ন লোকসভা নির্বাচন, তাছাড়া আসছে পঞ্চায়েত নির্বাচন এবং পুর পরিষদ নির্বাচন৷ নির্বাচনের সময় দেখা যায় নির্বাচনের কাজে রাজ্যের সুকলগুলি থেকে শিক্ষক ও শিক্ষিকাদের নিযুক্ত করা হয়৷ এতে সুকলগুলিতে পঠন পাঠনে ব্যাঘত ঘটে৷ অন্যদিকে, রাজ্যের সুকলগুলিতে চলছে শিক্ষক স্বল্পতা৷ তাই রাজ্যের শিঙ্গাঙ্গনকে স্বাভাবিক রাখতে, পঠন পাঠন চালিয়ে যেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে শিক্ষা দপ্তর৷ নির্বাচনের কাজে শিক্ষকদের নিযুক্ত করার ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তঘেপ দাবী করে বার্তা পাঠিয়েছেন রাজ্য সরকারের প্রধান সচিব সুশীল কুমার৷ তিনি বলেন, নির্বাচনের কাজে সুকলগুলি থেকে শিক্ষক শিক্ষিকাদের যেন সুকল সময়ের পরে এবং আগে কমিশনের কাজে যুক্ত রাখে৷ এর ফলে সুকলগুলির পঠন পাঠন স্বাভাবিকভাবে বজায় থাকবে৷ এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের সহযোগিতা আশা করেন৷ এদিকে, সুকল সময়ের পরে ও আগে শিক্ষক শিক্ষিকাদের নির্বাচনের কাজে নিযুক্ত করার বিষয়টি জানাজানি হতেই শিক্ষক মহলে ক্ষোভ দেখা দিয়েছে৷ শিক্ষকদের মতে নির্বাচনের কাজ করে মানসিক প্রস্তুতি নিয়ে পঠন পাঠন করা কষ্টকর৷
2018-07-26