নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৪ জুলাই ৷৷ গতকাল সন্ধ্যা ৬৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত্য গাঁজা বিরোধ অভিযানে নেমে বিশাল সাফল্য পেল সোনামুড়া থানা এবং ৭৪নং বিএসএফ ব্যাটিলিয়ানের জওয়ানরা৷ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অপারেশন করেন পুলিশ ও বিএসএফ সোনামুড়া থানা ও কলমচৌরা থানার মধ্যবর্তী জঙ্গল থেকে ১৯ টি বড় প্লাস্টিক ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসনের আধিকারিকগণ৷ প্রতি ড্রামে ৪০ কেজি করে অর্থাৎ ৭৮০ কেজি শুকনো গাঁজা গাঁজার ড্রামগুলি মাটির নীচে গর্ত করে নিদ্রায়তন করেছেন গাঁজা মাফিয়া ব্যবসায়ীরা৷ উক্ত গাঁজা অপারেশনের নেতৃত্ব দেন এ্যাডিশ্যানাল পুলিশ সুপার এস-ডারলং (সিপাহীজলা জেলা) ৭৪ ব্যাটিলিয়ান বিএসএফ ইনস্পেক্টর জি ব্রাঞ্জ অরুন কুমার, ইনস্পেক্টর পবন কুমার৷ প্রশাসন সুত্রে জানা যায় আগামী দিনে নেশা বিরোধী অভিযান জারি থাকবে রাজ্যের ও দেশের স্বার্থে৷
2018-07-25