মুম্বই, ২২ জুলাই (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ টেস্টের সিরিজে চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ। অার এজন্য ভারতীয় পেস অাক্রমণে ধাক্কা খেতে পারে বলে ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। কিন্তু এই জল্পনায় জল ঢেলে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা পেসার জাহির খান। তাঁর মতে, তাঁরা খেলতে না পারলেও ভারতীয় দলের সমস্যা হবে না। এখন ভারতীয় দলে অনেক পরিবর্ত পেসার আছেন। তাঁরা অনায়াসেই ভুবনেশ্বর ও বুমরাহর জায়গা নিতে পারবেন।
যদিও নির্বাচকরা প্রথম তিনটি টেস্টের জন্য যে দল ঘোষণা করেছেন, তাতে ভুবনেশ্বরকে রাখা হয়নি। কিন্তু বুমরাহ দ্বিতীয় টেস্ট থেকে খেলতে পারবেন বলে জানানো হয়েছে। পেসার হিসেবে দলে আছেন ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব ও শার্দুল ঠাকুর। এছাড়া পেসার-অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও দলে আছেন। অাগামী ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। ভারতীয় দল সম্পর্কে জাহির বলেছেন, ‘বুমরাহ চোট পেয়েছে। ভুবনেশ্বর কুমারেরও চোট আছে। আসন্ন সিরিজের পরিপ্রেক্ষিতে এই চোট চিন্তার বিষয়। তবে আমার বিশ্বাস, এই দুই পেসার চোট পেলেও পাঁচ ম্যাচের সিরিজ যথেষ্ট লম্বা। উমেশ, ইশান্ত খেললে সিনিয়র বোলার হিসেবে নেতৃত্ব দিতে পারবে। শামির রেকর্ডও বেশ ভাল। তাই ভুবি ও বুমরাহর অভাব অনুভূত হলেও ভারতের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী।’