কোয়েম্বাটুর, ২২ জুন (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল তামিলনাডুর সালেন জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩। স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভয় পেয়ে বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসে।
রবিবার সকাল ৭টা ৫০মিনিট নাগাদ সালেম জেলার থিভাট্টিপাট্টি, আম্মাপেট্টি, ওমালুর, থারামানগালম এবং কান্নানগুরিচে অঞ্চলগুলি কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে। সালেম জেলা ছাড়াও ধর্মপুরি জেলায়তেও ভূমিকম্প অনুভূত হয়। মেঠুর বাঁধেও ভূমিকম্প অনুভূত হয়। পিডাব্লিউডি কর্মীরা বাঁধে গিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছে। এই মৃদু কম্পনের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সব রকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য সতর্ক প্রশাসন। যদি ভয় কোনও কারণ নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।