
প্রতি বারের মত এবারেও বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য অন্য ট্রলারের সঙ্গে পাড়ি দিয়েছিল এফ বি জয়কৃশান, এফ বি মলেশ্বর ও এফ বি শিবানী। কিন্তু, সোমবার বিকেলে প্রবল ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল হয়ে ওঠে। প্রচণ্ড ঢেউ এর কারণে তিনটি ট্রলারই জম্বু দ্বীপের কাছে জলমগ্ন হয়ে যায়। ট্রলার থেকে কয়েকজন মৎস্যজীবী লাফিয়ে প্রাণে বাঁচলেও এখনও তিনটি ট্রলার সহ মোট ১৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর।