
মঙ্গলবার আফগান সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় কান্দাহার প্রদেশের মারুফ জেলায় তালিবান জঙ্গি সংগঠনের গোপন ডেরায় অভিযান চালানো হয়| এয়ারস্ট্রাইকে খতম হয়েছে অন্তত ৬২ জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে বেশ কয়েকজন কম্যান্ডারও রয়েছে| আফগান সেনাবাহিনীর দাবি, ৬২ জন জঙ্গি খতম হয়েছে| তবে, এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এয়ারস্ট্রাইক সম্পর্কে বিবৃতি পাওয়া যায়নি|