
কলকাতা ও নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): সম্প্রতি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির ‘নির্মল হৃদয়’ থেকে শিশু বিক্রির ঘটনা প্রকাশ্যে আসে| শিশু বিক্রির র্যাকেট চালানোর অভিযোগে এক সিস্টার ও এক মহিলা কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ| ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসনের ওপর মহল| অবশেষে সম্মতি মিলল কেন্দ্রীয় সরকারের| দেশজুড়ে এবার সমস্ত মিশনারিজ অব চ্যারিটিতেই তল্লাশি চালানো হবে| কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, মাদার টেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির সবকটি অনাথাশ্রমের পরিস্থিতি এখনই খুঁটিয়ে দেখা হোক| মিশনারিজ অফ চ্যারিটির অনাথাশ্রম থেকে শিশু বিক্রির ঘটনা প্রকাশ্যে আসায় এই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী|