হাত বাধা অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার মনু নদীতে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ জুলাই ৷৷ অজ্ঞাত পরিচয় এক উপজাতি মহিলার মৃতদেহ পাওয়া যায় কৈলাসহর মনু নদীর জলে ভেসে যাওয়ার পথে৷ কাপরেঙ্গা ব্রীজ এর নিচে ভাসমান ঐ মৃতদেহ কয়েকজন পথচারীর চোঁখে পড়ে আজ সকাল অনুমান এগারটার সময়৷ খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ নদীর জল থেকে ঐ মৃতদেহ উদ্ধার করে৷ পাছরা পরনে ও দুই হাত শরীরের পেছন দিকে বাধা রশি দিয়ে এমন অবস্থায়৷ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়৷ তবে ঊনকোটি জেলার কোন থানায় মিসিং ডাইরি নেই৷ হাত বাধা থাকার কারনে অনুমান করা হচ্ছে যে পরিকল্পতি ভাবে তাকে হত্যা করে জলে ফেলা হয়েছে৷ ঐ মহিলার বয়স অনুমান করা হয়েছে ৩০ -৩৫ হতে পারে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ মৃতদেহটি সনাক্ত করতে ব্যর্থ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *