নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ প্রশাসনের কড়াকড়িতে অবৈধ কারবারিদের প্রাণ ওষ্ঠাগত৷ রাজ্যজুড়ে শুরু হয়েছে অবৈধ কারবারের বিরুদ্ধে মেগা অভিযান৷ অভিযানে সাফল্য আসতেও শুরু করেছে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে৷ রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই অভিযানে প্রায় ছয় হাজার ভুয়ো রেশনকার্ড চিহ্ণিত করা হয়েছে৷ এগুলিকে বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন৷ জানা গেছে, সদর মহকুমা এলাকায় ছয় হাজার রেশনকার্ড বাতিল করা হয়েছে৷ বিভিন্ন সয়ম বাঁকাপথে ভুয়ো রেশনকার্ড দেওয়া হয়েছিল৷ যদিও পূর্বে এগুলির উপর কোনওপ্রকার ব্যবস্থা নেওয়া হয়নি৷ কিন্তু এখন সরকার পরিবর্তন হতেই সব বিষয়ে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে৷ নতুন সরকার ক্ষমতায় এসে রেশনিং ব্যবস্থায় ডিজিটাল ইন্ডিয়ার ভাবনায় প্রসার ঘটিয়েছে৷ তাতে দেখা গেছে আধার লিংক নেই এমন রেশনকার্ড রয়েছে ছয় হাজারের বেশি৷ সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দফতর যৌথভাবে এই ছয় হাজার রেশনকার্ড বাতিল করেছে বলে জানা গেছে৷
2018-07-15