আসন্ন বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তুলে ধরবে কংগ্রেস, দাবি সুনীল ঝাঁখরের

চণ্ডীগড়, ১৫ জুলাই (হি.স.): সংসদে আসন্ন বাদল অধিবেশনে মোদী সরকারের ব্যর্থতা তুলে ধরবে কংগ্রেস। রবিবার এমনই জানালেন পঞ্জাবের গুরুদাসপুরের কংগ্রেস সাংসদ সুনীল ঝাঁখর।

আগামী বছরই লোকসভা নির্বাচন। তার আগে বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সর্বাত্মক বিরোধিতায় সরব হবে কংগ্রেস। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ সুনীল ঝাঁখর জানিয়েছেন, বিগত চার বছরে মোদী সরকার প্রতিশ্রুতি পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার সময় সীমা আর মাত্র ছয় মাস রয়েছে। কিন্তু প্রতিশ্রুতি পালনে কিছুই করেনি তারা। বিজেপির তরফে ২০১৪ সালে প্রকাশিত নির্বাচনী ইস্তাহারে যেসব প্রতিশ্রুতি তারা দিয়েছিল তা তুলে ধরে সংসদে সরব হবে কংগ্রেস।

প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই থেকে শুরু হবে বাদল অধিবেশন। সরকার পক্ষ একাধিক বিল পাশ করানোর কথা এই অধিবেশনে। এর আগে লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন সাংসদদের চিঠি দিয়ে সংসদ সচল রাখার ও যথার্থ আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *