BRAKING NEWS

বাংলাদেশে ভারতের ভিসা সেন্টারের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

ঢাকা, ১৪ জুলাই (হি.স.) : দু’দেশের সম্পর্ক অারও শক্ত করতে এবার ঢাকা সফরে শনিবার যমুনা ফিউচার পার্কে ভারতের ভিসা সেন্টারের উদ্বোধন করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।এদিন সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন রাজনাথ সিং। ঢাকার গণভবনে এই সাক্ষাৎ হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রকের টুইটার হ্যান্ডেল থেকে জানা গিয়েছে৷ এছাড়া তিনদিনের এই সফরে বেশ কিছু বৈঠকেরও পরিকল্পনা রয়েছে৷ বৈঠকগুলিতে মূলত আলোচনা হবে ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ চলাচল, দুই দেশের জালনোট পাচার, অস্ত্রসস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর চোরাচালান প্রতিরোধ নিয়ে৷ এই অবৈধ কাজকর্ম অাটকাতে আরও শক্তিশালী করা যায় সে নিয়েই আলোচনা হতে পারে। প্রসঙ্গত, ২০১৬ সালের জুলাইয়ে নয়াদিল্লিতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সর্বশেষ বৈঠক হয়েছিল।

তিনদিনের সফরে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ বাংলাদেশের তরফে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আসাদুজ্জামান খান কামাল৷ তবে ঢাকা সফরের আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং একটি টুইট করেন৷ সেখানে তিনি বলেন, ‘‘ভারত ও বাংলাদেশ জমি এবং সামুদ্রিক সীমানাগুলি শান্তি বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে৷ বন্ধুত্ব এবং বিশ্বাসের ভিত্তিতে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা চলছে৷’’

পরে আরও একটি টুইটে তিনি বলেন, ‘‘ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও গণতন্ত্রের ভাগীদার মূল্যবোধের অগ্রগতি হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতও যথেষ্ট গুরুত্ব দেয়৷’’ রবিবার বেশ কয়েকটি প্রস্তাবিত কর্মসূচি সেরে দুপুরে বাংলাদেশের রাজশাহী বিমানবন্দর থেকে বিশেষ বিমানে নয়াদিল্লিতে ফিরবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী৷

এদিন দুপুর আড়াইটা নাগাদ সারদায় পৌঁছান রাজনাথ সিং৷ সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বাংলাদেশ-ভারতের মৈত্রী ভবনের উদ্বোধন করেন তিনি। এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন যমুনা ফিউচার পার্কে ভারতের ভিসা সেন্টারের উদ্বোধন করেন রাজনাথ সিং। উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) ব্রজরাজ শর্মা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *