
আইএএএফ বিশ্ব অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে হিমা বুঝিয়ে দিয়েছেন, ইংরাজি ভাষায় দক্ষতা যেমনই হোক না কেন, ট্র্যাকে তিনি সেরা। তাঁর ক্রীড়া দক্ষতার কথা উল্লেখ না করে কেন ইংরাজিতে কথা বলার ক্ষেত্রে সমস্যার বিষয়টি তুলে ধরা হল, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাথলেটিক্স ফেডারেশনের সমালোচনা শুরু হয়েছে। ফেডারেশন অবশ্য সাফাই দেওয়ার চেষ্টা করছে। তবে তাতে সমালোচনা থামেনি।