
শুক্রবার সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সদর দফতরে এআইসিসি-র প্রদেশ কংগ্রেস সভাপতি ওমেন চাণ্ডি, কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা এবং এপিসিসি-র প্রধান এন রঘুবীরার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন এন কিরণ কুমার রেড্ডি| উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশকে বিভক্ত করার প্রতিবাদে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন এন কিরণ কুমার রেড্ডি| পাশাপাশি মুখ্যমন্ত্রী পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন তিনি|