
সেনসেক্স-এ এদিন সর্বাধিক লাভের মুখে দেখেছে এশিয়ান পেইন্টস, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, কোল ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক ও ইন্দাসইন্দ ব্যাঙ্ক| পাশাপাশি নিফটিতে লাভ করেছে হিন্দুস্তান পেট্রোলিয়াম, বিপিসিএল, ড. রেড্ডিস ও এইচসিএল টেক|