
অতিরিক্ত বৃষ্টির কারণেই তামেংলঙ জেলার তিনটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সাতটি দেহ উদ্ধার হয়েছে। জোরকদমে উদ্ধারকার্য চলছে। তামেংলঙের ডেপুটি কমিশনার রনবীর সিং জানিয়েছেন, জেলা পুলিশ ও জেলা প্রশাসন যৌথভাবে উদ্ধারকার্য চালাচ্ছে। তিন নম্বর ওয়ার্ডে যে দু’জনের মৃত্যু হয়েছে তাদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে। ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেণ সিং।