ধৃত ব্যক্তির মুক্তির দাবীতে এডি নগর থানা ঘেরাও উন্নয়ন মঞ্চের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ উন্নয়ন মঞ্চের এক কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার এডি নগর থানা ঘেরাও করেন সংগঠনের কর্মীরা৷ জানা গেছে, উন্নয়ন মঞ্চের বাবুল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছিল৷ রবিবার নাগেরজলায় বিএমএস ও উন্নয়ন মঞ্চের মধ্যে ঝামেলার কারণে বাবুল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে৷ বিএমএস তার বিরুদ্ধে থানায় মামলা  করেছিল৷ তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ কিন্তু, উন্নয়ন মঞ্চেরদাবি কোনও ঝামেলার সাথে বাবুল ঘোষের সম্পর্ক নেই৷ তবুও তাকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করেছে৷

উন্নয়মঞ্চের দাবি রবিবার নাগেরজলায় বিএমএসের কর্মীরা উন্নয়ন মঞ্চের দুই কর্মীকে প্রচন্ড মারধোর করেছিল৷ অথচ, তারাই উন্নয়ন মঞ্চের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে৷ উন্নয়ন মঞ্চের জনৈক কর্মী জানিয়েছেন, খাঁরচি মেলায় পানীয় জলের স্টল  দেওয়া বিষয়ে মিটিংয়ের জন্য অনুমতি চাইতে সদর এসডিপিও সাথে সংগঠনের কয়েকজন কর্মীদের নিয়ে দেখা করতে গিয়েছিলেন বাবুল ঘোষ৷ এসডিপিও সাথে দেখা করে ফিরে আসার সময় এডি নগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ এরই প্রতিবাদে সোমবার এডি নগর থানা ঘেরাও করে উন্নয়ন মঞ্চ৷ বাবুল ঘোষকে মুক্তি দেওয়ার দাবিতে উন্নয়ন মঞ্চের কর্মীরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি মোকাবিলায় জল কামান নিয়ে আসে৷ তবে কিছুক্ষন বাদে পুলিশের সাথে আলোচনায় তারা ফিরে যান৷