নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৮ জুলাই৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিপিএম নির্বাচনী রণকৌশলে কিছু পরিবর্তন আনতে চলেছে৷ হায়দ্রাবাদে পার্টি কংগ্রেসের দলের সিদ্ধান্ত হয়েছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসর মতো দলগুলিকে সরাসরি জোট গঠন করা হবে না৷ কিন্তু, এখন যেভাবেই হোক বিজেপিকে রুখতে হবে, আর সেজন্য সিপিএম রণকৌশলে কিছু পরিবর্তন করতে চাইছে৷ এক্ষেত্রে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য অন্য যেকোন বড় দলকে সমর্থন করবে সিপিএম৷ রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে সিপিএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এই কথাগুলি বলেন৷
তিনি কংগ্রেসের সঙ্গে সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে বলেন, এখন মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো৷ এর জন্য অঞ্চল ভেদে নীতিগত কিছু তারতম্য থাকবে৷ তাই সিপিএম স্লোগান ঠিক করেছে মোদি হঠাও দেশ বাঁচাও এবং তৃণমূল হঠাও পশ্চিমবঙ্গ বাঁচাও৷ সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, শনিবার জম্মু-কাশ্মীরে সেনাদের সঙ্গে সংঘর্ষে এক যুবতীসহ দুই যুবকের মৃত্যু হয়েছে৷ তবে, এটা ঠিক, সেই রাজ্যে এখনও পাথররাজ রয়েছে৷ কিন্তু, সেনাবাহিনী প্রথমে পাথরবাজদের গুলি করছে৷ এই কারণে তিনজনের মৃত্যু হয়েছে৷ তিনি অভিযোগ করেন, বিজেপি এবং আরএসএস এর নির্দেশে বিভেদকামী ধবংসাত্মক রাজনীতি করছে৷
ত্রিপুরা প্রসঙ্গে সীতারাম ইয়েচুরি বলেন, বিরোধীদের উপর লাগাতর আক্রমণ চালাচ্ছে বিজেপি সরকার৷ বিশেষ করে আক্রমণ চলছে বামফ্রন্ট কর্মী সমর্থকদের উপর৷ এভাবে পশ্চিমবঙ্গেও বামফ্রন্টের কর্মী সমর্থকদের উপর চলছে দমনপীড়ন৷ ত্রিপুূরা রাজ্যে যে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি এবং আরএসএস৷ ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে যে সন্ত্রাসের পরিবেশ তৈরী হয়েছে, তা সর্বভারতীয় স্তরে নিয়ে যাবে সিপিএম৷
2018-07-09